Sunday, March 30, 2014

অ্যান্ড্রয়েড ও আইফোনস্মার্টফোনের জন্যKMPlayer

kmp.jpg

※※※KMPlayer※※※
এই প্লেয়ারটির সাথে আমরা আগে থেকেই মোটামুটি পরিচিত।
কম্পিউটারে HD ভিডিও প্লে করতে যার কোন জুড়ি নেই। 
এই কেএম প্লেয়ারটি এখন আপনার
মোবাইল ফোনে ব্যবহার
করতে পারবেন।
সাম্প্রতিক
অ্যান্ড্রয়েড ও
আইফোনের জন্য অবমুক্ত
হয়েছে এর মোবাইল ভার্সন।
এই
প্লেয়ারটিতে যে ফরমেটগুলো সাপোর্ড করবে:
3g2, .3gp, .3gp2, .3gpp, .amv, .asf, .avi, .divx,
drc, .dv,f4v, .flv, .gvi, .gxf, .iso, .m1v, .m2v, .m2t, .m2ts, .m4v,mkv, .mov, .mp2, .mp2v, .mp4, .mp4v, .mpe, .mpeg,mpeg1, .mpeg2, .mpeg4, .mpg, .mpv2, .mts, .mtv, .mxf, .mxg,
nsv, .nuv, .ogm, .ogv, .ogx, .ps, .rec, .rm, .rmvb, .tod,ts, .tts, .vob, .vro, .webm, .wm, .wmv, .wtv, .xesc

screen568x568.jpg

যে কোডাক গুলোর ভিডিওরিড করতে পারবে:
MPEG-1/2, DIVX (1/2/3), MPEG-4 ASP,
DivX 4/5/6, XviD, 3ivX D4, H.261,
H.263 / H.263i, H.264 / MPEG-4 AVC,
epak, Theora, Dirac / VC-2, MJPEG (A/
B), WMV ½, WMV 3 / WMV-9 / VC-1 1,
Sorenson 1/3 (Quicktime),
এতে সাবটাইটেলও সাপর্ড নিবে তবে সকল ফরমেটের
সাব টাইটেল নয়।
যে ফরমেটের সাবটাইল সাপোর্ড নিবে:
cdg, idx, srt, sub, utf, ass, ssa, aqt,
jss, psb, rt, smi, txt, smil

:::এইবার ডাউনলোডের
পালা:::
এটি সম্পূর্ণ ফ্রী তাই এর
জন্য
আপনাকে খরচকরতে হবে না:
আইফোনের জন্য ডাউনলোড লিংক

অ্যান্ড্রয়েডের জন্য ডাইরেক্ট
ডাউনলোড লিংক।